বাইরে রোদ বেড়ে গেলে,
কিছু উজ্জ্বলতার সম্ভাবনা দেখা যায়
সেটা পরে পুড়তে পারে
পারে ঝলসাতেও।
ঠিক যেমন মেঘের আনাগোনায়
হিমবৃষ্টির আকাঙ্ক্ষা জাগে,
যদিও মেঘবৃষ্টির ধারাপাতে
ব্যথাগুলো তিরতির করে কাঁপতে পারে।


কোন মুহূর্তেই তোমার আগমন --
কোনভাবেই অপ্রত্যাশিত নয়।
তাইতো তুমি এলে পরে
মূলত কোন সম্ভাবনাই জাগে না।
যেমন আশঙ্কা জাগে না
আচমকা চলে গেলে।


তোমাকে তো ভালোবাসি
সেই তুতেনখামেনের সময় থেকে।
অজস্র মিসিং লিংক পার হয়ে
মনুষ্য প্রজাতি হয়তো পেয়ে যাবে
হরেক রকমের ডাইমেনশন।
তবু ছায়াপথের অরণ্যে,
মহাশূন্যের প্রতিটি ধূলোয়
রয়ে যাবে ভালোবাসার এবসার্ড বোকামি
রয়ে যাবো আমরা, মায়ামেদুর তুমি।