তেমন জাঁকজমকের না হলেও
সামান্যতম অভ্যর্থনাটুকু না পাই যদি
তোমার মনের প্রতিরক্ষাব্যুহ ভেঙে
কায়াহীন অন্দরে ঢোকার ইচ্ছা রাখি না।
শব্দের লুটোপুটি যদি ওদিকে যেত
তুমি শব্দারণ্যে হারিয়ে যেতে মাইরি!
তুমি ডেকে নিয়ে বসাতে,
বলতে, এদিকটাতে এসো
এই যে তিনমহলা বাড়ি।
তা যে আর শোনা গেল না
কীরকম হতে পারতো সেই সাদর অভ্যর্থনা
তার অনুমানও খুব দুর্বল।
একটা নিমন্ত্রণলিপি ভাঁজ করে
খেলনা প্লেন বানিয়ে এদিকে উড়িয়ে দাও --
নজরানা নিয়েই আসবো।