সব ছদ্ম অশ্রুর কেমোফ্লেজ খুলে রেখে
হেঁটে চলে যেও ভোরবেলায়, খুব ভোরে।
কেউ দেখে ফেলার আগেই --
সাথে কিছু দীর্ঘায়িত লুব্ধকের আশা রেখো
ছেদ পড়তে দিও না ছায়াসন্ধানে।
সন্ধ্যার কিছু আগে,
একেবারে হারিয়েই যেও,
কোন ঝাউতলায় কিংবা মহামারীর বনে।
বিংশতি ব্যথায় অংশ নিয়ে
আজকে আমিও চাইবো --
নিজের অলংকারভর্তি ছায়া,
ঠা ঠা রোদ্দুরে কিছু সুখানুভূতির জলপিপাসা।
মোচনকৌশলে নানাবিধ উপায়ে
হয়তো হারিয়ে দিতে পারবে,
হয়তো তোমার অঙ্গুলিনির্দেশ তখন
কিছু বৈকালিক স্বপ্নের ঘোরে।
পথের ভূগোল উতরে গেলে
কোন মানচিত্রই আর দিকবিহীন নয়
কেবল প্রীতিকর সারল্যের স্মৃতি
আচমকা এসে কিছুক্ষণ ভাবিয়ে নেয়।
তুমুল গতিতে কতো যে চলে গেছ সামনে ..
কেন,  তবুও কেন,  সময় নেই, অসময় নেই
শুধু দেখতে হয় --
জড়েরা সহ সবকিছু  এন্টিক্লক ওয়াইজে  ঘুরছে।