' Hope  is the thing with feathers
That perches in the soul,
And sings the tune without the words,
And never stops at all '
--Emily Dickinson.


সবচেয়ে দূরগামী জায়গায়, সবচেয়ে দ্রুতগামী বাসে,
তুমি চলে গেছ। দীর্ঘ ভ্রমণের রূপরেখা নিয়ে ভাবছ।
পদাতিক স্মৃতির ব্যবচ্ছেদই শ্রেয় মনে করছ,
তুমি নিজের মতো করে আমায় মনে রাখছ আর ভুলে যাচ্ছ।
এভাবেই ভালোবাসার প্রেয়ারি থেকে আমি লুটপাট হই,
এভাবেই রেড সিগন্যালে বসে পিপাসা বাড়ে।
অনেক নীড় আমি খুঁজেছি, যেখানে সংকুলান হবে আরামের
যেখানে তোমাকে নিয়ে যাব, আচমকা চমকে দেয়া যাবে।
যেখানে গেলে তোমার মনে হবে না, এখানে মেঘেরা বর্ণচোরা থাকে ...
জুতসই বাসস্থান খুঁজেছি আর প্রায় সমান্তরালেই
তুমি আরও আরও দূরত্ব অতিক্রম করে ফেলেছ।
না লেখা, না পৌঁছানো কতো কতো চিঠি পাই, জানো?
তোমার কুশল, এখন কোথায় আছ, কবে অবসর, এসব।
কোন চিঠি আমি খুলে দেখি না, জমিয়ে রাখি।
চিঠির সাথে কুয়াশা জমে, ইচ্ছা বাড়ে, তুমি দেখছ না?
এই শহরের ধূলোরাও জানে, তুমি দূরে। তবে আসছ, এসে যাবে।