কল্যানীয়া পৃথিবী,
তোমার বানপ্রস্হের তড়িঘড়ি সময়ে কেউ কেউ নরম হাতে পেলব ভালোবাসার উষ্ণতা নিয়ে একটা বিকেল নির্বিঘ্নে কাটাতে চাইছে। তা দেখে কি চোখের সাথে সাথে তোমার স্থায়িত্বও চড়কগাছে উঠে পড়েছে? অথচ পেছনে ফিরে দেখো, শূণ্যতা থেকে তুমি এবং তোমার পূর্বপুরুষদের যে আকস্মিক উদ্ভব হয়েছিল, তার পরতে পরতে দুঃখ সেলাই করা ছিল, আর অন্তিমে সেই দুঃখগুলোর কিছু কিছু পুলক হয়ে যেতে চাইছে। বিস্মিত হওয়ার কিছু নেই। এই দৃশ্য পূর্বপরিকল্পিত। বহু যুগ, মিসিং লিঙ্ক, ফসিলের পর ফসিল পার হয়ে দৃশ্যটা এই অবধি এসেছে। সারল্যযোগে কিছুটা ভার হয়তো কমিয়ে দিতে পারো এমনতরো দৃশ্যের। তবে বিশ্বাস করো এমন সরল দৃশ্য আর নেই, কোন কল্পনাই একে আনতে পারবে না। শেষ পর্দা পড়ে যাবে, দৃশ্যটা মেনে নাও।