জমে থাকা নিরেট ভালোবাসা --
সে এক শাস্তিময় গিলোটিন বটে,
তুমি তো জানো না,
জল্লাদবিহীন সেই মঞ্চে প্রতিদিন,
কয়েক সহস্রবার মৃত্যু ঘটে আমার।
ফের বেঁচে উঠি, ফের দম যায় রুদ্ধ হয়ে
ভালোবাসতে হবে যে,
তাই উঠে বসি আবার।
একবারও খোঁজ নিয়েছ তুমি?
একবার মৃত্যু, ওটাই পুরুষের আদিম অহম
সেই অহমিকা কবেই তাড়িয়েছি
ভুলেছি স্বাতন্ত্র্যগৌরব।
তবু এক শালুকবিল দূরে তুমি
সোজা পথ নেই, ঘুরপথ,  আলপথ কিছু নেই
চেয়ে থেকেই পেরিয়ে যাবে ছয় ঋতু,
পেরিয়ে যাবে অধিবর্ষ,  শতাব্দীকাল।
এই তো এইটুকু গেলেই ছুঁতে পারি,
কিন্তু ঐটুকুই যে সবটা দহন -
কিছু ফুরায় না,
বিবশ  বেলা বাড়ে -- উথলে ওঠে তখন।