'Your joy is your sorrow, unmasked .'
-- Kahlil Gibran


যেখানে ক্ষমা নেই, কোনরূপ অশ্রুপাত নেই
ভালো লাগে না, যাই না সেখানে।
থাকতে হয় অস্থানে,
বাতাসে পাপড়ির শিউরে উঠে  নাড়া খাওয়া --
সেও দেখতে ঢের বখে যেতে হয়।
এখন দিনের পর দিন
যথাতথার মাঝখানে পড়ে
নাজেহাল হয়ে গেছি, আর এখন --
ঘাড় ঘুরিয়ে তাকাতে গেলেও
একটা অদৃশ্য চোখ সামনে রেখে
পাহারায় বসিয়ে রাখি।
নিজের আশেপাশে পরিখা জম্পেশ
আয়োজনে কার্পণ্য মানে,
আমি অবহেলা করেছি প্রিয়তম সুখেদের।
আমাকে নিজমুখী তুমি বলতেই পারো
তাতে নির্জন সন্ধ্যার মতো,
একটা পরিচ্ছন্ন সত্য প্রকাশ হয়।