কেন  এই ডিসেম্বরে আমি গোলাপের ঘ্রাণ শুঁকি?  
কেন বৃষ্টির ভেতরে আমি অবিরাম রঙধনু দেখি?
চোখটা বন্ধ করে ফেলি, আর শোনো --
মনে পড়ে যায়,
কথা দিয়েছিলে, তুমি আবার এইখানটাতে  ফিরে আসবে।


কেন সেপ্টেম্বরের বাতাসে গাইয়ে পাখিদের কলতান ভেসে আসে?
কেন শুষ্ক তুষারে আমি কেবল কুঁড়িদের ফুটে ওঠা দেখি?
চোখটা বন্ধ করে ফেলি, আর শোনো --
মনে পড়ে যায়,
কথা দিয়েছিলে, কখনো  তোমার প্রস্থান হবে না।


(Translated from 'Roses in December ' by Scarlett Treat)