যতোটা কাছে তুমি এসেছিলে,
নৈকট্য ঠিক ততোটা হয় নি
ততোটা ব্যবধান রয়েই গেছে
যতোটা পথ পেরিয়েছিলে।
উৎসবের বাঁশি বেজে চলে
আবার দেখো, নিস্তব্ধতাও এতো --
যেন দুজনে এই প্রথম এইখানে।
যতোটা ভালো আমি বেসেছি
তাই ঠিক ঠিক ফিরেছে কাছে,
প্রতিদানের মহার্ঘ নিয়ে নয়,
গৃহীত না হওয়ার শোক নিয়ে।


*


অনেকটা দিন পরে দেখা
গল্প, কথা, ধরাবাঁধা ব্যথা ...
ভেবেছিলাম এসেই গেছ
তাড়াতাড়ি আর যাচ্ছ না।
পরে দেখি পূণ্যার্থী তুমি
কিছু পাপ গায়ে ছিল,
আমি ছাড়া অন্য কোথাও
রাখার জায়গা পাচ্ছ না।