গভীরভাবে দেখি তোমার জীবনের সমূহ জলবায়ু,
এক দশকের জলবায়ু অন্য দশককে পাল্টে দেয়।
এর মধ্যেই ঘনঘটা, মেঘ - রৌদ্র - বিকার,
একটা আস্ত জীবন পেয়ে রূপান্তরের পথ ধরে যাচ্ছ,
যেমনটা সবাই যায় কিংবা -
আমারও যাওয়ার কথা ছিল।
অথচ বিশ্রী এক নাতিশীতোষ্ণ দিনেই বসে রইলাম অদ্যাবধি
বিকারগ্রস্ততার নানা প্রকরণ,
ঘুমঘুম চোখে স্বভাবতই আড়ালে যায়।
এই বিপদসংকেতের কোন নম্বর জানা নেই।