আমার কেবলই মনে হয়।  যা দেখি, মনে হয় অন্যকিছু। তাই, একেকদিন মনটাকে স্বপ্নে পেতে ইচ্ছে করে। মনটা যদি আমাকে তুমুল ধাওয়া করে  খাদের কিনার থেকে ফেলে দেয়, প্রবল ভয়ের মধ্যেও মনে হবে,  জড়িয়ে ধরার জন্য মা শুয়ে আছে বরাবরের মতোই, পাশে। নানাবিধ প্রস্তরাদি, তাদের রঙ, ঝাউবনের অন্যরকম বিন্যাসের সম্ভাবনা, রাত্রির লিবিডোপ্রস্তাব, পরিধানকৃত বস্ত্রের প্রকৃত বয়স, এসব আপাত উজ্জ্বল অর্থহীন অনুষঙ্গ নিয়ে মনের দায়বদ্ধতা অনেক।
রঙজ্বলা ডুমায় আবৃত হতে হতে প্রতিদিনই ভাবি, সিলগালা সাজঘর থেকে এক চিমটে প্রসাধন কি উড়ে  আসতে পারে না মিরাকল হয়ে?
এই পূর্ণদৈর্ঘ্যের বিষাদযাপনে কোন বিজ্ঞাপন বিরতি নেই।