ঘরের ভেতরেই
যুতসই কিছুর আড়ালে লুকোতে হবে।
ঘরের বাইরে পালিয়ে থাকা যাবে না।
এটাই হল 'হাইড অ্যান্ড সিক' খেলার নিয়ম
এরপরে খোকা ঘুমালো,
পাড়া জুড়ালো,
বর্গি এলো দেশে।
ঘরে যে থেকে গেল -
দেখলো সে কেবল একা আছে।
আর সবাই ঘরের বাইরে, দূরে দূরে
পালিয়ে নেই কেউ -
তবু তার খুঁজতে ইচ্ছা করে না।
কারণ, খেলার নিয়ম
একবার যদি ভঙ্গ হয়,
তাহলে পুরোটা নতুন করে শুরু করতে হয়।
পুনর্বার শুরুর সেই প্রক্রিয়ার,
ক্লান্তি, অবসাদ,  বিচ্ছিন্নতাবোধ
এবং পুনরায় নিয়ম ভঙ্গের সম্ভাবনা -
সবাইকে  ঘুম পাড়িয়ে দেয়।