সুখ নেই বাজারহাটে
ঘর গিন্নীর নালিশে
সুখ দেয় শুধু শীতে
লেপ-কম্বল-বালিশে।


শান্তি নেই চলাচলে
পথে গাড়ীর জ্যামে
শান্তি দেয় এসি-ফ্যানে
তাপে গেলে গেমে।


আনন্দহীন জীবন
নড়বড়ে ক্যারিয়ারে
আনন্দ পাই যখন
বিল বাড়ে এ্যরিয়ারে।


শান্তি সুখ-আনন্দ
আসে এবং যায়-
সবাই কী সব কিছু
সময় মতো পায়?


====৫-১-২০১৭.