পাশাপাশি থেকেও অনেক বছর
প্রতিটি মানুষ হয়না আপন।
কিছু মুখ ও মুখের মানুষ প্রথম দেখায়
ভালো লেগে যায়
মনে হয় নক্ষত্রের মতো সে
সহস্র বছরের পরিচিত জন।


ভালোবাসার প্রসন্ন সূর্যের আলোয়
নিরংশ আঁধার তাড়ানো সম্ভব,
কণ্টক আঘাতে ফুলের সৌন্দর্য-সৌরভ
নিঃশ্বাসে বুকে নেয়া যায়
যদি দুজনার হৃদয়ের গ্রন্থি আর
রুচির আাকাশ এক হয়।


অর্বাচীন আত্মার জমিনে সবুজ ঘাস
প্রণয়ের ভেজা শিশির মেখে আদরে
বেড়ে ওঠে একটু একটু করে প্রতিদিন
প্রত্যাশায় বিশ্বাসের চাদরে।


কিছু কিছু মানুষ প্রথম দেখাতেই
মনে হয় অনেক দিনের চেনা-জানা
তার সাথে বহু যুগের জীবন-যাপন,
আর কিছু মানুষ নিঃশ্বাস-প্রশ্বাসের মতো
কাছে থেকেও হয়না আপন।


=কুয়েত=৪,ডিসেম্বর-২০১৬।