আযানের সুর-শব্দে শিহরিত প্রাণ
দূর থেকে আসে যেন বেহেশ্তের গান
ভোরে নেই কোলাহল নীরব-নিস্তব্ধ
ফজর-আযানে ভাসে সুমধুর শব্দ।
জগতের বৃক্ষ-লতা,পশু-পাখি সব
আযানের মুগ্ধতায় ভুলে কলরব-
পাঁচ ওয়াক্ত নামাজে সুরে প্রতিদিন
রবের সান্নিধ্যে ডাকে প্রিয় মুয়াজ্জীন৷


আযান শুনে মুমিন মোসলিম গণ
ওজু করে মসজিদে প্রার্থনায় মন,
ধনী-গরীব কাতারে সকলে সমান
সালাহ্ মাঝে স্রষ্টাকে করে আহবান-
বিশ্বের যতো সঙ্গীত,স্বরণীয় বাণী
তার চেয়েও মধুর আাযানের ধ্বনি।


=কুয়েত--৮,ডিসেম্বর-২০১৬=♠