বাবা তুমি চলে গেছো পৃথিবী ছেড়ে
অনেক দূরে নীল নক্ষত্রের ভীড়ে।


তোমার নিয়মতান্ত্রিক শাসন,স্নেহের চমক
গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের ধমক
থেকে আজ বঞ্চিত তোমার সন্তানেরা-
বাবা তুমি কী হয়ে আছো আসমানের তারা?


ঋতুর পর ঋতু এসে চলে যায়
প্রকৃতি তার নিয়মে রঙ বদলায়
সূর্য উঠে অস্ত যায় প্রতিদিন
বাবা তোমার স্মৃতি আজও অমলিন।
বৃদ্ধ বয়সেও ছিলে তুমি তারুণ্যের প্রতীক
আজীবন ছিলে সততায় নির্ভীক
অন্যায়ের নৌকোয় কখনো ধরনি হাল
প্রয়োজনেও বিত্তের কাছে হওনি মাতাল।


বাড়ীর পাশের দৈনিক বাজার
আগের মতোই বসে,লোক জমে হাজার
পায়ের ধূলো উড়ে বাতাসে
কতো মানুষ যায়-আসে
বাবা তুমি নেই!
জলে ভরে চোখ তোমাকে ভাবলেই।


বাবা তুমি কি শুনতে পাও
বুকের গভীরের হা-হুতাশ রাও?
তুমিহীন তোমার সন্তানেরা
আজ কতো অসহায়,দিশেহারা!


চারদিক থাকে যখন গভীর নিস্তব্ধ
ঘুমের ঘোরে এখনও যেন শুনি সেই শব্দ-
প্রতিবন্ধী ছোট ছেলেকে খুঁজে না পেয়ে যখন
অস্থির হয়ে দরাজ কন্ঠে ডাকতে-রিপন,রিপন।


বাবা তোমার
ইচ্ছে ছিলো বেঁচে থাকার
মাত্র আর কয়েকটি দিন আগ্রহে অধীর
বুকে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে পৃথিবীর,
প্রিয় সন্তানদের নিজের পায়ে দাঁড়াবার
দুরন্ত বাসনা ছিলো চোখে দেখে যাওয়ার,


অথচ দুরারোগ্য মরণব্যধি তোমাকে
দ্রুত কেঁড়ে নিলো মাটির বুকে-
আজ তুমি নেই পৃথিবীর কোনোখানে
চলে গেছে প্রাণ ঐ দূর তারাদের কাননে।


======কুয়েত====২৯-৪-২০১৭.♥