অশ্রু ভেজা একটি ভাষা বাংলা তার নাম
ভায়ের রক্তে একুশে কিনে যে পেলাম,
বায়ান্নোর ফেব্রুয়ারি ঝরে তাজা প্রাণ
কখনো মোরা ভুলবো না সেই আত্মদান।
ছাত্র নেতা সালামভাই,রফিক-জব্বার
তাঁদের স্মৃতি শ্রদ্ধাতে শহীদ-মিনার-
ফুল-পাতার সৌরভে সাজাই সোপান
রবে তাঁরা এ হৃদয়ে চির যে অম্লান।


মায়ের ভাষা বাংলাতে শ্রুতি কথা বলি
বর্ণ মালার ছন্দে যে ফোটে কাব্য কলি
এ ভাষাতে স্বপ্ন মেখে শিল্পী আঁকে ছবি
সবুজের পতাকায় লাল টিপ রবি;
মানচিত্রের বুকে শুনি গৌরবের গান-
বাংলা যে আন্তর্জাতিক পেয়েছে সম্মান।


====কুয়েত=রচনা=১৮-২-২০১৭.