তরকারিতে প্রচুর মসলা দিলেই হয়না বেশী স্বাদ
কাব্যে শব্দের বাহুল্যতায় হয়না মনের শ্রী-প্রসাদ।


উপমা আর চিত্রকল্পের সহজ বাক্য গদ্য-গবিতা
ভাবুক কথায় মুন্সিয়ানায় হয় যে শুদ্ধ কবিতা।


পদ্য,ছড়ায় ছন্দ-মাত্রায় পর্ব-পদের পরিবেশ
গদ্যের ভাষায় শব্দ-বিন্যাস কাব্যিকতার রয় আবেশ।


==========কুয়েত======৪-৫-২০১৭.