স্বাধীনতা মানে
বঙ্গবন্ধুর দৃপ্ত কন্ঠে উচ্চারিত সাহসী
৭ মার্চের ভাষন,
রক্ত চেতনায় মুক্তির আহ্বান;
স্বাধীনতা মানে
বীরোত্তম জিয়াউর রহমানের
(কালুরঘাট বেতারকেন্দ্র থেকে)উদ্ভাসিত
স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ
স্বাধীনতা মানে
কবিগুরু’র জাতীয় সংগীত,নজরুলের
অনবদ্য বিখ্যাত বিদ্রোহী কবিতা
স্বাধীনতা মানে
নব্য বিবাহিত বাসর ঘরে বধুকে রেখে একাকী,
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দুর্বার মুহূর্ত
স্বাধীনতা মানে
পিতা-মাতার চোখে দেখা বিজয়ী সন্তানের লাশ
আর
বীরাঙ্গনার নারীর অচ্ছূত ইতিহাস
স্বাধীনতা মানে
পাক সেনাদের দোসর ব্যতীত
সাত কোটি বীর বাঙালীর প্রত্যেকেই
মুক্তিযোদ্ধার প্রতিভাস
স্বাধীনতা মানে
অসাম্প্রদায়িক হাতে লাল-সবুজের পতাকা,
মানচিত্রের মানবিক প্রশান্তির বাতাস
বুকে শ্বাস ভরে নেয়া।
স্বাধীনতা মানে
ত্রিশ লক্ষ প্রাণের রক্তে কেনা প্রিয় বাংলাদেশ-
কবিতা লেখার মুক্ত আমার বিস্তৃত পরিবেশ।


========কুয়েত===২৬-৩-২০১৭.