শের-এ-বাংলা তিনি বাংলার বাঘ
দেশ জুড়ে তার রয়েছে নামডাক।
আঠারোশো তেহাত্তর অক্টোবর
আলোকিত করলেন মায়ের ঘর
স্মরণ শক্তি ছিলো তীক্ষ্ণ তার
এক পড়া পাঠ করতেন না বার বার।
বুকে সাহস দেহে দৃঢ় বল
করছেন সংগ্রাম বাঁচাতে দুর্বল
জ্ঞান-বুদ্ধি আর মেধা-মননে
বড় বড় পদ পান জীবনে।
তার রাজনীতির মহৎ অবদান
চিরদিন জাতি দেবেই সম্মান।
উনিশ-বাষট্টির সাতাশ এপ্রিল
দেশ জনতার কাঁদিয়ে প্রাণ-দিল
চলে গেলেন সে চিরতরে-
শ্রদ্ধায় আছেন সবার অন্তরে।


=কুয়েত==৭-১০-২০১৭.♣