সুদূরিকা তুমি ওই সুদূরেই থেকো
মেডোনার রূপ নিয়ে কাছে এসো না--
সাময়িক প্রয়োজনে মিথ্যে অভিনয়ে
ক্লিওপেট্রার মতো ভালোবেসো না।।


সানি লিওনের মতো কামনার মোহে
নেশায় থেকো না ছলনার সন্দেহে।।
অশ্লীল আনন্দে লাজহীন মনে
হাজার পুরুষের স্বপ্নে মিশো না।


তুমি কী ভেবেছো হেলেনের মতন
তোমার শোকে হবে ট্রয়েরই পতন,
এই আশা-দুরাশা হৃদয়ে পুষে
মোনালিসার ঠোঁটে মৃদু হেসো না।


ইভা ব্রাউনের মতো অন্ধ প্রেমের শখে
অসময়ে কেনো তুমি ডাকো আড়চোখে ?
তোমার ভালোলাগার ব্যর্থ অনুরাগে
আবেগের জোয়ারে শুধু ভেসোনা।।
----------------------------------
রচনা-পিংনা,জামালপুর=৬-২-১৯৯০.