যদি কখনো ঘুমিয়ে যাই ভেবে নিও
কোন এক বুক চাপড়ানো কান্নার পরেই
এই ঘুম ঘুমিয়ে ছিলাম
যদি কখনো ঘুমিয়ে যাই বুঝে নিও
ঘুমের আগে আগরবাতির তীব্র ঘ্রাণে
আমার চারপাশ ভরে গিয়েছিল
এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল
আগরবাতির ধোয়ার উপর
যদি কখনো ঘুমিয়ে যাই ধরে নিও
ঘুমের আগে মস্তিষ্কের তীব্র ব্যথা
অনুভব করেছিলাম
অনুভব করেছিলাম শরীর থেকে
আত্মা বের হয়ে যাওয়ার কষ্ট টাও
যদি কখনো ঘুমিয়ে যাই বুঝে নিও
হাজারো পোকার কথা শুনেছি
আমার দেহ খাবার জন্য,
আগ্রহে তারা প্রহর গুনেছিলো
মৃত্যুর আগমনী ঘন্টা শুনার।
যদি কখনো ঘুমিয়ে যাই
জাগিয়ো না আমায়
আমি যে বড্ড ক্লান্ত
সুতরাং আমি ঘুমিয়ে যাই,,।।।