সভা-সমিতির শেষে অনেক ভেবে ঠিক হল গতরাত্রে-
তোমাকে নিয়েই আঁকা হবে কবিতা!
ঊষালগ্ন হতেই শুরু হলো প্রস্তুতি
তোমার উপযুক্ত কাগজ, সংগ্রহ করা হল
সুগন্ধি দোয়াত-কালি,
মাঝরাতে আলো তৈরির জন্য
গঞ্জের হাট থেকে সংগৃহীত হলো পাঁচ টাকার কেরোসিন
ধীরে ধীরে পশ্চিমাকাশে ঢলে পড়ল মাতাল সূর্য
জলে ডোবার মতোন করে
ডুবে গেলাম প্রিয়তম অন্ধকারে
যুবতী জোছনার গভীরতা নিয়ে হেসে উঠল দু-একটি নিঃসঙ্গ নক্ষত্র
মাটির প্রদীপের কাঁপা কাঁপা আলোয় বৃত্তে
অশরীরী আত্নার মতো
তখন- আমার বন্ধ দু'চোঁখে গৌতমের ধ্যানমগ্নতা!
আনাড়ী হাতে হাতুরি- ছেনি
নবীন ভাস্করের নিপুণতায় রাগ-রাগীনির ঢেউ...
এ যেন ছটফটে বালকের নিত্যতায়
প্রিয় খেলনা ভাঙ্গার আগাম উৎসব!
সে কখনও জানবেনা!
শরীরময় তাঁর উন্মুক্ত হৃদয় স্পর্শ করে
জীবনের ক্যানভাসে আজও এঁকে চলেছি
'তুমিময়' এক মহাকাব্য !


ছাতনী, বগুড়া ২৩.১২.২০১৫