মধ্যরাত পেরিয়ে গেছে, তুমি জেগে নেই জানি
এদিকে কালো আকাশে রূপালি নদী বয়ে চলে একা,
আমার সময় স্থবির, আমার কোন তাড়া নেই
নেই তোমাকে জাগিয়ে বলার মত কোন কথা।


ওরা যেমন বলে, সব কিছু তো শেষই হয়ে গেছে
জীবনস্রোত চুরমার করেছে আমাদের ভালবাস্‌
তুমি তুমি আমি আমি, “আমরা দুজন” আর নয়
কি লাভ পরস্পরকে শুনিয়ে আমাদের হৃদয়ের ভাষা।


তার চেয়ে এই ভাল, এই নৈঃশব্দ চিরস্থায়ী হয়ে যাক
অন্ধ রাত্রি জড়িয়ে ধরবে কালো আকাশটাকে, চিরতরে,
থেমে যাবে সকল স্পন্দন, শুকিয়ে যাবে রূপালী ওই নদী
আজ রাতে হারিয়ে যাবার সময় হয়েছে, সময়ের গহ্বরে।


--ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ মায়াকোভস্কি'র
   Past One O’Clock অবলম্বনে