হৃদয় যদি হত এক খন্ড পাথর!
তহলে করতে হত না কভু
কিছু কষ্ট চাপানোর বৃথা চেষ্টা;
তাহলে বুঝি ভালোই হত!
হৃদয় খুড়ে জাগাতে হত না বেদনা;
যদি সে আকাশে কিছু মুক্ত পাখি না আসিত
নিথর দেহ পড়িতে দেখিতো না কেহ!
শুনতে হত না কিছু রাতের আর্তনাদ;
যেখানে জননীর কষ্ট চাপা বুকে,
একটি শিশুর স্বর্গীয় রূপ ভাসে;
সেখানে ভাসতে হলে এক খন্ড পাথর কিনতে হবে;
তুমি রবে যেখানে,
সেখানে কষ্ট চাপা দিতে হবে চিরতরে;
তুমি যদি প্রেমিক হয় রূপসী বাংলাকে ভালোবাসে,
তবে কাঁদতে প্রেমিকার মায়া ভরা চোখ দেখে;
জন জীবনের চির শায়িত সে বুক আমার!
যেখানে পাথর কিনিনি কখনো!
আজ ভাবছি পাথর কিনতে হবে,
হে পথিক বেদনা কাহাকে বলে?