ধরো এমন যদি হতো
অামার একটা প্রেমিকা থাকত;
যাকে নিয়ে প্রতিরাতে লেখালেখি!
সকাল হলেই অাবেগী,
এই শুনোনা কি লিখেছি অামি;
সে অবাক হত শুনে!
ধরো ঘরে বিদুৎ নেই,
চারিদিকে উষ্ণ গরম!
তখন সে বলতো অাবদারী নয়নে,
একটা প্রেমের কবিতা বলোনা!
সে সময় গুলো হত রোমান্টিক!
যেমন করি লিখিতাম যাহা
তেমনি করে শুনিত তাহা;
বলিত সে অানমনে কখনো গোপনে
কখনো চুপটি করে কানে কানে,
দেখিতাম তারে অানিতাম ঘরে
সে হত সহধর্মিণী জীবনে!
অামি হতাম তারই নেশা,
সে পথের দিশা!
স্বপ্নের মতো হতো যেন সেদিন
সে রাত যেন অন্তহীন;
সে ভোর হত প্রেমের কবিতার মত
সে দুপুর যেন ফাল্গুনীর মৃদু অনুভূতি
তার শীতল বাতাসে সন্ধা অাসিত!