ঐ দেখো দাঁড়িয়ে
এক হাত বাড়িয়ে,
বুড়ি বুড়ি ভাব তার
সাদা শাড়ি পরনে।
মাথা ভরা গিজগিজ
চুল গুলো চিকচিক,
হাসি তার হি,হি
নখ গুলো ধারালো।
ভয়ানক যমদূত!
দেখো চেয়ে তাহাকে
হাটু দুটো মগ ডালে,
পড়ে আছে মাথা খানা
চোখ দুটি বেরিয়ে।
ভয় লাগে ওরে বাবা!
মাথা ধরে মটকাবে
চুষিবে সে রক্ত!
পেটে ক্ষুদা পেটো মাথা,
কথা যেন গড়গড়!
খালি করে খাই,খাই
চলো তাই পালাই।