গভীর রাতে আঁধার ঘরে,
চোর এসেছে রে!
চোরের মাথায় চুল যে কোথায়
কে দিলো তা কেটে!
শূন্য টাকে তেল যে মেখে
চোর বেটাটা চুপটি করে,
ঢুকলো ঘরে বস্তা হাতে;
ভাবছিস ওরে বুঝবো নারে
সাবাড় করবি এক নিমিশে,
তা হবে না!দাঁড়া বেটা,
লড়িস যদি আর!
বাঁশটি তুলে টাকটি খুলে
পটল তুলবি আজ!
চোর বাবাজি ভয়ে ভয়ে
বললো শেষে রুদ্ধশ্বাসে,
গরীব আমি অনাহারী
দিওনাকো বাঁশের বাড়ি;
শপথ নিলাম রাতের শেষে
ভোরের দেশে নতুন জোশে,
কর্ম করবো হেসে;
মিথ্যা বলিস না রে!
তোকে ছাড়বো ভোরে,
পড়ার সবে মিলবে যবে
অন্ধভাবে মারবে তোরে;
বুঝিবে ভবে আজকে তবে
চুরি কাকে বলে!!!
এমন করে বলবে না রে
মরলে ভবে কাঁদবে সবে,
আপনজন দের কে বা দেখবে!
ওরে বেটা মস্ত পাকা!
এমন করে লাভ পাবিনা!
মারবি তবে মরতে হবে?
ছাড়বো তোকে কি আশাতে?
বলছি জোরে আর হবে না রে
ঢের হয়েছি চুরি!