আমি জান্নাত দেখিনি!
শুনেছি,পড়েছি কুরআনের পাতাতে
জান্নাতের জমিনে অবলীলায় বহমান বসন্ত-
চিরতরে শায়িত  চিরশান্তি।
তাই সবার মতো করে বলি,
হে খোদা আমার ও যেতে ইচ্ছে করে
চলমান জীবন ছেড়ে বেহেশতের নীড়ে।
অহংকারী মানুষের ভীড়ে,
আমি যে হয়েছি পাপী,নির্দয়-পাষাণ হৃদয়ের মালী।
নির্ঘুম রাতি আমি কল্পনাকারী,
মৃত্রিকার সনে মিলিবার আগে খোদার সনে মিলিবার ইচ্ছা পোষণ করি।
রাত আরো গভীর চোখ ঘুমে অস্থির
স্বপ্নের বাগানে হাঁটছি- মৃত্যুকে আলিঙ্গন না করে,
চারিপাশে পূর্ণিমা হাসে-গদোগদো জোৎস্নাতে দেহের উজ্জ্বলতা ফেটে চৌচির।
সবার শেষে সকালের শুরুতে,
আমি চিৎকার করে আকুতি জানাই খোদার দুয়ারে,
একটি বার দেখাও জান্নাত টারে,
না হয় চোখের পলকে মিলিয়ে দিও।
আমার নয়নের মণি হারাক জান্নাতুল ফেরদৌসে।