হে খোদা,তুমি হেদায়েত দান করো সকল বিধর্মী ভাই ও বোনকে,
যেমন করো ইতিপূর্বে লক্ষকোটি বার হেদায়েত দান করেছো বহুদিগকে।  
আরো হেদায়েত দান করো ঐ সকল মানুষের অন্তরকে,
যাদের মুখদিয়ে পরনিন্দার পারমাণবিক ছুটে যায় অবলীলাক্রমে।    
যারা ধর্মের নামে অর্ধম করে চলে সবার সম্মুখে,  অনায়াসে,কিংবা নিজ বলে!  
অনতিবিলম্বে  চির-উন্নত করো তাহাদের বিবেক কে,
যারা মানুষের মাঝে মানুষের বিভেদ গড়ে দেয় এক নিমিষে ।    
আফসোস এ সমাজের চোখে চিরকাল তারাই দামী,  
যাদের চোখে  আমি দেখেছি অহংকারের বারি,
যাদের কন্ঠনালী হয়ে গেছে গীবতের গিরি।
হেদায়েত দান করো তাহাদিগকে, যারা নামধারী নামাজী!
যাদের মুখ ভরা দাড়ি,তবু অসৎ পথে করিয়াছে বাড়ি,
যাদের মা শুকনো লতার মতো ঢলে পড়েছে বৃদ্ধাশ্রমে!
হে খোদা তুমি হেদায়েত দান করো তাহাদিগকে,
তুমি সাদা মেঘের মতো করে দেও হৃদয়কে।