সেদিন ছিল ১৪ ফেব্রুয়ারি!
রাতের কথা বলছি,
অামি তোমার বাসার মস্ত বড় গেটে।
তোমার উপদেশ ক্রমে,
কলিং বেলে বার বার চাপ।
কলিং বেলের টুনটুনে,                          
তুমি নাকি হাজির হবে!
এরকমই বলেছিলে!
কিন্তু অার কতক্ষন পরে?
রাত বেড়ে চলেছে!
অাকাশে দু-দন্ড বাতাস নেই।
অামার রাগের প্রহরে,
মশার সে কি নিমন্ত্রণ!
জানিনা তোমার খেয়াল,
সেদিন ছিল কোন জগতে!
ভাবছি রিদয়ের কাতরতা,
পৌঁছাবে  কোন প্রহরে!
ঘন্টা দুয়েক পরে,
এলে রাজরানী সেজে!
মাথায় তখন প্রচুর রাগ!
পরনের লাল জামাটা ভিঁজা।
ভেবেছি চলেই যাব!
অাজই  শেষ হবে দেখা।
তুমি বললে যেওনা!
কলিং বেলটা নষ্ট!!!!!!!!!!!!!!!!!!!!!!