হে আল্লাহ আমাকে কষ্টহীন মৃত্যু দান কর!
যেমন করে শায়িত শিশু জননীর নীড়ে,
যেমন করে রাতের শেষে নিঃশব্দে ভোর আসে।
তেমনি করে নিও আমায়,
যেমন করে দুনিয়ার মাঝে সিজদাহ পড়ে আছে দেহ!
সে সময় খোদার আরশ দেখিতে দেখিতে,
মিলে যেতে চাই চিরতরে ভূগর্ভে!
আকাশে বাতাসে সেদিন উড়ে যাবে,
মুহাম্মদের উম্মত্তী, উম্মত্তী ধ্বনি!
অতঃপর মায়ের হাসিতে খোদা দিও কিছুকাল  ভাসিতে,
অনন্ত আনন্দ ভরা প্রণয়ের ক্ষণে!
একবার ছেলেবেলার সেই দুষ্টুমির মত করে বলতে চাই,
মাগো খোকা এলো তোমার ঝাপসা চোখের কোনে!
মায়ের  আদরে রাঙা হবে মুখ,
আমি মমতা হারা হৃদয় নিয়ে হাসবো!
তখন দশ দিকের পানে চেয়ে  আমার নিরব গমন দেখিবে সবে!
হয়তো কলেমা চলিত রবে মোর কন্ঠক নালীতে।
এভাবে ধীরে ধীরে হারিয়ে যাবো আমার,
চিরতরে পৃথিবীপৃষ্ঠের নীড়ে!