জীবন গেলে ও দেবো না হতে নবীজির অপমান,
হও আগুয়ান,হে মুসলমান, বাঁচাতে নবীজির সম্মান।
করো না পরোয়া,করো না রে ভয়,
                            শহীদ হওয়ার এইতো সময়,
বদ্ধ ঘরে আবদ্ধ হয়ে আর কতো কাল থাকবে পড়ে,
             আমরা কি ভাই মুসলিম তবে?
          বলতে লজ্জা লাগে,চন্দ্র সূর্য মুচকি হাঁসে!
আজ যদি ভাই থাকতো বেঁচে,
                            ইসলামের ঐ চার খলিফা
পারতো কি ভাই সইতে ওরা?
মুহাম্মদ(সঃ) এর উম্মত কি তবে কেবল তারা?
আমরা শুধু নামে ধামে,
কর্মক্ষেত্রে হারিয়ে ফেলি মোদের প্রার্থনা।
বলতে পারো আমরা কেন খোলস বন্দী আলো?
মেঘে ঢাকা রবির মতো বেঁচে থেকে লাভ কি পাবো?
হে সমাজ নামক পাপের রাজ্য,
চুরি পরে বসে থাকো, কাপুরুষ নামক নারী তুমি,
                        এ দের কথা নাইবা ধরো,
নাস্তিকে আজ সমাজ থরো থরো।
তবু ভাই যাদের হৃদয়ে, তিল পরিমান ঈমান পেয়েছে ঠাঁই,
               তাদের দমাতে পারবে কে?
               তারা আলোর গতিতে ছুটে এসে,
               এই পৃথিবীকে দুমড়ে মুচড়ে,
               ফেরাবে নূর নবীর সম্মান।