রাগ হত যদি
একটু শান্তির মত;
তবে তাতে ক্ষতি কি বল?
তবে ভালোই হত অাহা,
কেন যে হলোনা তাহা;
যার,তার উপর অভিমানে!
তাহাতে তো কষ্টই পেলে;
রোজ তাই ভাবি,
যদি সে অনুভূতি না নিতে;
মন যা ভাবে সতত সেটা,
হত যদি সত্যি!
অাহা,কতই না ভালো হত;
যদি অপেক্ষার কাল,
একটু অালোর মত চলিত,
পেতাম যাহাই চাইতাম;
তবেই বুঝি ভালো হত!
যদি রাগই না হত;