তোমাদের ভালোবাসি বলে ঠাঁই দিয়েছি এ দেশে,
                          এই সোনার বাংলার নীড়ে।
         তাই বুঝি বসন্ত এসেছে বদ্বীপের আকাশে,
                   ঘনকালো মেঘ কেটেছে চিরতরে;
তোমাদের গভীর কাতরতা দেখে,হেসেছিলো যারা ফেলফেলিয়ে,
              তাদের ভীড়ে ছিলাম না মোরা দাঁড়িয়ে!
যে প্রান্তরে প্রাণের বলিদান,
খুঁড়ে দেখতে ইচ্ছে করে সেখানকার মৃত্তিকা কতটা পাষাণ !!!
      মলিন মুখের করুন ছবি,ভেসে আসতো খবরের কাগজে,
          অতিদূরে ছিল বাংলা,কিন্তু শুধু চেয়ে দেখিনি আমরা!
মানুষ মোরা একই জাত,ভেদাভেদ করার অধিকার কবে ছিল কার?
            তাই এ দেশেই রবে তোমার..............
            কবেই সে স্থান ছেড়ে দিয়েছি আমরা!



(দুংখিত, এ কবিতাটি ডিলিট হয়ে গিয়েছিল,বিধায় পুনারায় আবার প্রকাশ করেছি)