তোমার জন্য ছাড়তে পারি এক বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও অনেক বেশি,
অনায়াসে বিলিয়ে দিতে পারি আমেরিকার মতো শক্তিশালী দেশের শাসন ভার।
তোমার জন্য ভুলতে পারি প্যারিসের মতো এমন আরো অসংখ্য শহরের রোমাঞ্চ,
যুদ্ধ থামিয়ে নিন্দুকের হাতে দিতে পারি কাশ্মীরের মতো লক্ষ সীমান্ত।
তোমার জন্য এককোটি নক্ষত্র নিভিয়ে, এনে দিতে পারি এক আকাশ অন্ধকার,
কিংবা কালো মেঘের মাঝে ছড়িয়ে দিতে পারি নিয়ন আলোর সমাহার।
তোমার জন্য মুছে দিতে পারি জোনাকির জলন্ত আলো,
          কিংবা পুড়িয়ে দিতে পারি নীল অপ্সরীর ডানা।
     হে প্রিয়তমা, তোমার জন্য পৃথিবীকে করে দিতে পারি শূন্য,
           মরুভুমির বুকে এনে দিতে পরিপূর্ণ অরণ্য।  
তোমার জন্য ছিনিয়ে আনতে পারি গ্যালাক্সী হতে গ্রহ,নক্ষত্র,
কিংবা চন্দ্র - সূর্যের মাঝে বাঁধিয়ে দিতে পারি দন্দ।
আজো তোমার জন্য ছুড়ে ফেলতে পারি  আমার অতীত - বর্তমান সাফল্য,
            অবলীলায় নিজেকে করে দিতে পারি আগের মতো সামান্য,
এ নশ্বর জীবন কেবল মাত্র তোমার জন্য করতে পারি নন্দিত,
তোমার প্রেমে হতে পারি উন্মাদ কিংবা অবহেলিত।