ভোর হবে ঈশান কোণে,
সাগর পাড়ে নদীর তীরে;
মাঠে ঘাটে শ্যামল বাটে,
গাছের ডালে পাখির কল-রবে;
সূয্যিমামা উতাল পাতাল
পূব দিগন্তে উঠতে মাতাল;
নবীন চাষী লাঙল হাতে
ক্ষেতের পথে হাঁটতে হাঁটতে,
দু-একটা গান গাইছে জোরে;
অামি তখন মায়ের কোলে
শান্ত ছেলে চোখটা মেলে,
ভাবছি বসে মনের দোষে
কেমন করে ভোর যে হবে!
অাঁধার তবে কোথায় রবে?
মাগো অালো কোথায় অাছে?
কোনবা দেশে ডাকো তাকে;
দেখবে তবে অানবো ছিনে
যেথায় অাছে অালোর জোয়ার,
পৃথিবী হবে ভোর যে অাবার;
সেদিন বলবে বড্ড পাকা
ভোরের বেলা নষ্ট মাথা
অষ্টরম্ভা, কি যে ভাবনা!
তবু যেন অামিই হব
ভোরবেলার ঐ তরুনযাত্রী
তরুনকন্ঠ, তরুনকবি;