তুমি কৌতুহল!
তোমায় প্রতিক্ষণ জানার
অভ্যাসটা যেন মিশে গেছে জীবনের নিয়মে।
জেনে তোমার সুখে হাসব, কাঁদব তোমার দু:খ!
প্রক্রিয়ায় বাধা পড়লে মনে হয়,
আমি দাঁড়িয়ে কোন বিচ্ছিন্ন সড়কের মাঝখানে,
বিচ্ছিন্ন পৃথিবী থেকে, কোন শুন্যে আছি থমকে!


আমার বিশেষ অবিশেষ সবকিছু
তোমাকে জানানোতেও যে ছিল কি আনন্দ,
আহা! সে অধিকার করেছ হরণ,
এখন কথা জমে জমে অন্তরে কথার থলি
বিস্ফোরণের উপক্রম!


আমাদের সম্পর্কের শুরুর বিন্দুতে
ভেবেছিলাম তুমিও বুঝি এমনিভাবে ভালবাস,
প্রত্যাশা মাফিক শেষ বিন্দু এসে মেলেনি শুরুর বিন্দুতে,
ভালবাসা হারিয়ে যাচ্ছে কক্ষপথ হারিয়ে মহাশুন্যে!