নিরঝরা, কথা দিয়েছিলে চিঠি আসবে;
কই সাত দুপুর পেরিয়েও আসেনি যে?
বারান্দার অপরাজিতা অভিমানে তেতে উঠে,
নীল ছেয়ে যায় দিগন্ত থেকে দিগন্তরে-
বলে, "মেঘ ছুটে যাও, যদি খবর পাও"
মেঘ আসে মেঘ যায়
নাহ্! কোন খবর তো দেয় নাহ্!
শুধু বলে-
নেই নেই কোন খবর নেই
নদীর মত সেই মেয়েটি
আজ তার কোন খবরই নেই
বাতাস কে বলি কানে কানে-
শুনেছিস কিছু?
কিছু বলেছিল তোর কানে?
নাহ্! সেও জানে না,
কিছুই বলেনি তাকে;
নেই নেই কোন খবর নেই
নদীর মত সেই মেয়েটি
আজ তার কোন খবরই নেই