ঘর থেকে বেরোবার পর
আচমকা ঝাপটে ধরে
             সে কোন অলৌকিক রহস্য!
ব্যর্থ ছটফটে ঝরে পড়ে সবকটি স্বপ্ন - পালক ।
বাতাসের ফিসফিসে টের পাই কোন দুরভিসন্ধির গন্ধ
বুক চিরে গজিয়ে উঠতে থাকে হলুদ ভ্রুণ -


আমাকে তাড়া করে কালবৈশাখীর শিলা তান্ডব !
ভেসে যায় আমার হেরাফেরি শব্দ গুলি
অন্য পৃথিবীর দিকে যেতে যেতে
গড়িয়ে পড়ে শ্মশানে, জেল ওয়ার্ডে
আর জঞ্জালে বেড়ে ওঠা ক্ষুধার্ত আত্মার দিকে -
কাদা জলে ধুয়ে ফেলে
জন্মের পাপ!