ক) অন্ধকার গুহায়
     হামাগুড়ি খেতে খেতে
     সে কোন পৃথিবীর দিকে -
     নিয়তি নিদ্র্দিষ্ঠ জঞ্জালের স্তূপে।


      শেয়াল আর হায়নার উল্লাসে
     টের পাই
    এখানে শুধু রাত্রি রক্তাক্ত হতে থাকে -
     উঠে দাঁড়াবার প্রবল উচ্ছ্বাসের পরও
     হোঁচট খেয়ে পড়ি -
     মাংসের উত্তাপে আঁচ করি
      জারজ সন্তানের ঘনকালো চিৎকার -


      আমি চকমকি ঠুকে
      আলো জ্বালাতে পারিনা
      চারিদিকে ঘিরে আছে
      অভব্য শব্দ জাল


খ) ফুরফুরে বাতাস
    জ্যোৎস্নাঘন রাত
    আমি এপাশ ওপাশ হয়ে
    কোল বালিশ জড়িয়ে ধরতেই
    চোখে ভাসে তোমার অঢাকা শরীর -
    বিদ্যুতপৃষ্ঠের মত অন্য এক প্রদাহ
     রক্ত সঞ্চালনে
     ভারী হতে থাকে নিমগ্ন শ্বাস -প্রশ্বাস
     শরীরী রহস্য ও তার উদ্ভাস
      তছনছ করে দিয়ে যায় সব
     মেধা ও উৎসব -