চারচাকার লালাবাতি
অন্ধকারের বুকচিরে এগিয়ে চলা
আমিন অপারগ দূরত্ব
তোমার আমার জীবন শুধু একলা।
একবার মেপে দেখতে আপত্তি কি?
সময় ফুরাতে যখন অনেক বাকি!


চাপা পড়েছে সবুজ ঘাস
ফ্যাকাসে জীবনে নাভিশ্বাস
একবার ভালোবাসতে আপত্তি কি?
সময় ফুরাতে যখন অনেক বাকি!


শোরুমে উপচে পড়া ভীড়
ধোঁয়া ছাড়ে অপেক্ষা
একবার ঘুরে আসতে আপত্তি কি?
সময় ফুরাতে যখন অনেক বাকি!


অনেক নয়? এই আছি এই নেই?
রং রুটে লাল আলো আসে যদি
তারা ভরানো রাতে খুঁজে নেব ঠিক
দুহাত ছোঁয়া খোঁজে
লাল বাতি সবসময়ই হয়নাকো বাজে।