ঘন আকাশের অবিরাম ঝরনা
মনে করিয়ে দেয় কত কিছু বাকি
কালো হয়ে আসা মেঘে বিদ্রোহ
শিরায় শিরায় অভিমান জমে পাহাড়
কত কাজ রয়ে গেছে বাকি...


টুপটাপ বৃষ্টির অবিরাম শব্দ
মনে করিয়ে দেয় কত কথা থেকে গেল
না-বলা গুলো জমেছে অ্যাসিড জারে
উপচে পড়লেই চোঁয়া ঢেকুর জ্বলে যায় গলা
ব্যথা গুলো কালশিটে মেরে গেছে ...


জমে থাকা জলে ছবি আঁকে ফোঁটারা
মনে করিয়ে দেয় ক্যানভাস খালি থেকে গেছে
তোমার হাসি যখন থমকে গেল গলায়
তুলি গুলো যেন চিরে দিল ক্যানভাস
কালো রং ধুয়ে দিল মেঘের বিছানা
ঝাপটা লাগে ছেড়া ক্যানভাসে...