কেয়ার এন্ড কিওর
অনুভূতিহীনতা সারবে সিওর ...


বিজ্ঞাপনের আড়তদার ভালবাসা বেচে
সেদিন কিন্তু ছিলনা এমন ...
প্রতিদিন প্রতিরাত সাজাতো সংসার
খাপছাড়া অভিমান বাজতো বেসুর
কলপাড়ে অস্বস্তির স্নান সেরে
তবুও
উপচানো সুখ অভিযান করে।
সুখস্মৃতি নিয়ে প্রেমের প্রাসাদ
হৃদয়ে হারমোনিয়াম, ক্লান্তির অবসাদ
গ্রাস করে ; তবুও কর্তব্য বোধ অপরিসীম
ভালবাসা মুখবুজে কাজ সারে নিঃসীম


কয়েক ফ্যাদম নীচের থেকে তুলে আনা সুখ
ভার করে আছে নাকি মুখ?
চাকা গড়িয়ে চলে সভ্যতার জলছবি আঁকা হয়
শূন্যতায় নির্লজ্জ প্রতিচ্ছবি ভাসে।
কেন এমন হয়ে গেছে আজ প্রেম?
টান শেষ হৃদয়ের, শুধু দরকার শরীর ফ্রেম।
ভোগ বিলাসিতা মুড়ে দেয় নৈতিকতা
মূল্যবোধ আজ কয়েক শ ' ফ্যদম নীচে
প্রাগৈতিহাসিক পথে কঙ্কালখানা নিয়ে পড়ে থাকে বীচে
প্রেমের সুখস্মৃতি রূপকথা হয়ে গেছে আজ
কতই বা যুগ কেটেছে সময়
আমাদের প্রেম কি করে নাক সুখ অন্বেষণ?
কৃষ্ণচূড়ায় কি আজ রঙ্গিন ফুল ফোটে না?
উপচানো সুখের অভিযান কেন উবে যাবে?
হিসাবী প্রেম কেন ক্ষয়ে যাবে অ্যাঙ্কর কীটে?


সেদিনের সেই প্রেম আজ ফর্ম্যাল
কামনায় শুজনি পাতে
প্যানডার গুলো কর্নবিদারী আস্ফালনে মাতে
এই দুর্গে হানা দেয় বারবার অশালীন কেতন।


ফিরায়ে নাও সে ভালোবাসা
মোকাবিলা করার রসদ পাবে
ধ্বংসের ছোঁয়াচে ঘা নষ্ট করার আগে
আর একবার যদি ধরা যায়
সুখস্মৃতি নিয়ে প্রেমের প্রাসাদ
হৃদয়ে হারমোনিয়াম, কাটাতে ক্লান্তির অবসাদ!