ডুলুং নদী, জলের রঙ লাল বিকেলে
ডুলুং নদী এমন ছিলে কি কাল সকালে?
বাড়ালে এখানে আমার হৃদয়ের স্রোত
ধনুক প্রতিজ্ঞা নিয়ে পথ চেয়ে থাকার আজ শেষ
ধরা দিয়ে অপলক চেয়ে থাকা অনিমেষ
ডুলুং তুমি দিলে ডাক
হাজার আবেগ জড়িয়েছে পাক!


ডুলুং অনেক দিন থেকে ভাসে
ডুলুং আমার হৃদয়ের পাশে
চল ঘুরে আসি
আগের অযোধ্যা ভ্রমণ হয়েছে বাসি
পুরনো পাতারা হলুদ প্রায়
প্রকৃতির কোলে মন যেতে চায়


এভাবেই বেরিয়ে পড়া গেল
টানে পাহাড়, টানে ইতিহাস
বর্ষার বাতাসে বইছে সুবাস।
পলিমাটির পলেস্তারা খসে গেলে
লাল মাটি পায়ে পেলে ঝুমুরের তালে
ঝাড়গ্রাম, ডুলুং নদীর ছাপানো উচ্ছ্বাস
রাজবাড়িতে ইতিহাসের ফিসফিস
রাজগৌরব তারা আজ করছে মিস
ঝাড়খন্ডি বাঁধ, শাল পলাশের বন
উড়েছে দলমার পাহাড়ে ভেজা মন


মন আমার ভিজিয়ে ডুলুং বয়ে যায়
ডুলুং এর পাড়ে মন বসে
সৌন্দ্যর্যের পার্ক অবশেষে
আমার সকল আবেগ বয়ে নিয়ে যায়।