আমার বাড়ির সামনে থমকে আছে
ছোট্ট একটা পুকুর
সন্ধ্যের বাতাস এসে আছড়ে পড়ে ঘাটে
সন্ধ্যের শাঁখের আওয়াজ ভেসে এলে ঠাকুরমার
গল্পের তরে প্রতীক্ষায় বসে থাকা ছোটবেলা
গ্রামের ঘরে পূজার ছুটি ছুঁয়ে যেত মন।


আমার বাড়ির সামনে থমকে আছে
ছোট্ট একটা পুকুর
সন্ধ্যের বাতাস এসে আছড়ে পড়ে জবা গাছে
ধুপের গন্ধ আর প্রদীপের ক্ষীণ আলো
ছড়িয়ে পড়ত মাঠে
গ্রামের ঘরে পূজার ছুটি ছুঁয়ে যেত মন।


ছুটির আবেগ নিয়ে যায় কোকিল
ছাতে রাখা আচারের জার নিয়ে যায় লোভ
ব্যস্ততার কারবার দিনদিন জমায় বিক্ষোভ
বাড়ির সামনে থমকে থাকা পুকুর
কাঁকড়া ভেঙে নিয়ে যায় ছিপের দুপুর!
আমি আজ ক্যাকটাস পুষি
সবুজ বাগিচা স্বপ্ন হারিয়ে ভুষি
হিমঘরে শৈশব পাঠিয়ে আমি আজ কাঙ্গালী
ছোট্ট একটা পুকুর খুজতে বাঙ্গালী।


সন্ধ্যার দালালী বাতাস এক কাঁড়ি স্বপ্ন জাগায়
কখনো বা শাঁখের বাতাস ঠাকুরমার গল্প শোনায়
ধুপের গন্ধেরা মাঝে মাঝে ইমারত বানায়
দালালী বাতাস শূন্যতায় সমীকরণ শানায়।