গভীর আগ্রহ নিয়ে একটি ঝড়ের প্রত্যাশা
চুরমার করে দিক সব বাঁধন
আকাশে বাতাসে লাগুক কাঁপন
মুছে যাক সব বেড়া সব ভেদাভেদ
আসুক নেমে কালবৈশাখী, এঁকে দিক দূর্নীতির ছেদ।


আসুক এক ভীষণ ঝড়
ভীষণ মূর্তি ধারণ করে প্রলয় আনুক ঝড়
ঘোর কালো মেঘে,  প্রবল গর্জনে
তপ্ত নিশ্বাসের হলকা নিয়ে উড়ে যাক
ছারখার করে দিয়ে সব মদ্যপ হিসাব
উড়িয়ে নিয়ে যাক কুসংস্কার আর অজ্ঞানতা
মেলে দিক, দিকে দিগন্তে সুন্দরের ছাতা
বিদ্রোহের বহ্নিশিখা তুমি, তোমাকে চাই
বিদ্রোহের বাতাসে ধুয়েমুছে যাক অন্যায়
চারিদিকে যেন ছেয়ে গেছে অনাচার, হায়!


তুমি এলে শিলা বৃষ্টি আসবেই আসবে
আসবে শান্তি এ পৃথিবীর জুড়াবে দাবানল
নতুন সৃষ্টি মাতাবে, ভরবে গাছে ফুল ফল
অসহায় মানব মেনে নিয়েছে নিয়তি
বিজ্ঞান তাকে দিয়েছে উপায়
শেখেনি এর প্রয়োগ,  হায়!
অসহ্য এ যন্ত্রণার মুক্তি মিলবে
তোমার প্রতিবাদে, ঝড়
তোমাকে আজ দরকার বড়।
ধ্বংস হবে জানি
তোমার দুর্ধর্ষ লেলিহান শিখা নাড়াবে ভিত্তি।
তবুও চাই, সৃষ্টি যদি হয় একরত্তি...
মানববন্ধন দৃঢ় হবে ভয় পাক অপসংস্কৃতি
চেতনার জাগরণ হোক, হোক স্থিতি...