সচরাচর পড়ে থাকে না।
মুকুট টা পড়ে আছে
কামনার তিরতিরে ব্র্যাসিয়ার-ভেদী দৃষ্টি
উৎসাহী লোভ হাত বাড়িয়েছে।


এটি পরে থাকার কথা ছিল যাদের
তাঁদের দেখা মিলছে না।
এত শত প্রার্থনা কি মিথ্যে হতে পারে?
মুকুট বঞ্চিত করেছে যারে?
যার যোগ্যতা ছিল সে মুকুট লোভী নয়
রোগে ভোগে সমাজের বোনম্যারো ক্ষয়।


অন্য মুকুটের দুর্দম শাসনে ত্রস্ত জীবন
একসময় রাজার মুকুট দেখে তারাদের ওঠানামা
সমস্ত লাম্পট্যের গোপন পাপ
মুকুটের গায়ে লেগে আছে ছাপ


লাল আবরন লেগে নিষ্পাপ ছিল যে নারী
মুকুটের মুখোশ রাস্তায় দাঁড়িয়ে দিয়েছিল সারি


সন্যাসী, মুসাফির - মুকুট কি আর ভালোবাসো?
জানি, তোমাদের প্রতিজ্ঞা ভেঙে গেছে বারবার
আকস্মিকতায় নয়, দরকারে ফিরে এসো আবার
মুকুটের লোভে নয়, আসো, আসো,একবার আসো।