তোর সময় কোনদিনই আর হবে না।
হোস্টেলের দিনগুলিতে আমরা যখন খেলার মাঠে
তোর দিনগুলি কাটছে কাঁধে ব্যাগ, টিউশনের পাঠে


আমাদের সেই আড্ডাগুলো তোদের কাছে আউট -ডেটেড
খেলাধুলার বিকেলগুলো না! তোদের কাছে পেনড্রাইভ আর ট্যাবলয়েড
আজ থেকেই তো হাঁফিয়ে উঠিস, বলিস জীবনখানা বোগাস
হবে নাই বা কেন চোখে ক্ষতি, যদি ল্যাপটপে থাকে চব্বিশ ঘন্টা ফোকাস।


এমন ইঁদুর দৌড়ে দৌড় লাগাইনি
আমি ভীষণ ভাগ্যবান।
খুচরো পয়সার কষ্ট জীবন,  তবু মাঠের
শৈশব আনন্দ করেছি পান।


ইচ্ছে করলে আমিও কিন্তু তোর মতোই যান্ত্রিক হতে পারি
চ্যালেঞ্জ রইল, তোর শৈশবে যদি অনাবিল আনন্দ ফেরাতে পারিস...


..................::::::::::::::........................