ধোঁকা দিয়ে ধোঁয়া খেলে? হাঁফ ধরে গেছে ফুসফুস?
দূর্নীতির দাগ লেগে মলিন হয়েছে রাষ্ট্রনীতির বেশ!
রং দিয়ে সব সাজানো বাড়ি, কলপ লাগিয়ে রঙ্গিন কেশ
দর্শন-শিল্প-বিজ্ঞানে ঝরে যাচ্ছে নাতো আসল দেশ?
লম্বা কথায় হবে কি বড়? নারকেল গাছ চ্যালেঞ্জ জানায়
কর্তব্য ভুলে সত্যের কারবারি সব মিথ্যার ইমারত বানায়।
সমাজের পাতায় নীতিমালা নেই, মূল্যবোধ নেই, নেই
ভালবাসা। এগিয়েছে শুধু সময়, রয়ে গেছে আদিমতা সেই।
দিশাহীন স্বার্থপরতা, দুই অন্ধ সাপের
ছোবল, সমাজের আজ স্বাভাবিক রূপ
বুকের মধ্যে অভিশপ্ত ইতিহাস জমেছে
প্রতিবাদ আজ তাই অভিমানে চুপ!
রাজনীতি র লেজ ধরা ঘুনেধরা জীবন তাই নীতিভ্রষ্ট
গিলতে গিলতে হজম হয়ে গেছে চাপা ক্ষোভ আর কষ্ট।


অনিয়মানুবর্তিতা আর উচ্ছৃঙ্খলতা কে বেছে নিলে হাতিয়ার
বুমেরাং হয়ে ছোবল দেবে, পাবে নাকো কেউ পার
এই সহজ সত্য সবার জেনে রাখা দরকার।